গ্যাস বেলুন
এই শহরে এমন কিছু জিনিস আছে যাদের শুধু পুজোর সময়ই দেখতে পাওয়া যায়— বাদবাকি বছর তাদের টিকির দেখাও পাওয়া যায় না। এদের মধ্যে একটি হল গ্যাস বেলুন। অন্য বেলুনের সঙ্গে গ্যাস বেলুনের তফাত হল এই যে, এদের ছোট্ট মুখের সঙ্গে বাঁধা সুতোটি হাতে ধরে থাকলে এরা আকাশে উড়তে থাকে।আর এটাই তাদের ছোটদের চোখে আরও অ্যাট্রাকটিভ করে তোলে।
তবে যেকোনও আকর্ষণীয় জিনিসের যেমন একটা ঝামেলার দিক থাকে গ্যাস বেলুনও তার বাইরে নয়।কোনও ভাবে সুতোটা ফসকে গেলে এরা তার মালিকে ভুলে গিয়ে ভাসতে ভাসতে হারিয়ে যায় দূরের আকাশে।গ্যাসবেলুনওয়ালারা সব সময় একটি ছোট ঠ্যালা-গাড়ি নিয়ে দুগ্গা ঠাকুরের মণ্ডপের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকেন।ওই গাড়ির মধ্যে একটি গোল-মাথার ধাতব সিলিন্ডার সোজা ভাবে রাখা থাকে।
যাতে ভরা-থাকে অদ্ভুত গন্ধওয়ালা হিলিয়াম গ্যাস। এই গ্যাসটি বাতাসের চেয়ে হালকা। তাই সিলিন্ডারের চাবি ঘুরিয়ে তা বেলুনে ঢোকালে বেলুনটি বাতাসে ভেসে থাকে।
তবে যেকোনও আকর্ষণীয় জিনিসের যেমন একটা ঝামেলার দিক থাকে গ্যাস বেলুনও তার বাইরে নয়।কোনও ভাবে সুতোটা ফসকে গেলে এরা তার মালিকে ভুলে গিয়ে ভাসতে ভাসতে হারিয়ে যায় দূরের আকাশে।গ্যাসবেলুনওয়ালারা সব সময় একটি ছোট ঠ্যালা-গাড়ি নিয়ে দুগ্গা ঠাকুরের মণ্ডপের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকেন।ওই গাড়ির মধ্যে একটি গোল-মাথার ধাতব সিলিন্ডার সোজা ভাবে রাখা থাকে।
যাতে ভরা-থাকে অদ্ভুত গন্ধওয়ালা হিলিয়াম গ্যাস। এই গ্যাসটি বাতাসের চেয়ে হালকা। তাই সিলিন্ডারের চাবি ঘুরিয়ে তা বেলুনে ঢোকালে বেলুনটি বাতাসে ভেসে থাকে।
Our gas prices have been steadily increasing over here, too~!