সল্ট লেক স্টেডিয়াম
সল্ট লেক স্টেডিয়াম কলকাতাতে অবস্থিত। এর অন্য নাম হল যুব ভারতী ক্রীড়াঙ্গন। এটি নির্মাণ করা হয় ১৯৮৪ সালে। মুলত ফুটবল এই স্টেডিয়াম এর মুল খেলা হলেও এটা অন্যান্য খেলার জন্য ব্যাবহার করা হয়। এটি কলকাতার ইস্ট বেঙ্গল, মোহনবাগান ক্লাব গুলার হোম ভেনু, সম্প্রতি আর্জেন্টিনা ও ভেনিজুয়েলা ম্যাচ টি এখানে অনুষ্ঠিত হয়। জার্মান কিংবদন্তী অলিভার কান তার জীবনের শেষ খেলাও এখানেই খেলেন। প্রথম খেলা ১৯৮৪ সালের নেহেরু কাপের ফাইনাল।
That's a lot of spectators! Apart from this and Maracaná in Rio de Janeiro, they aren´t typically as large. Good photo!