কলকাতা মানে হলুদ ট্যাক্সি

কলকাতা মানে হলুদ ট্যাক্সি। ক্যাবের দাপটে হারিয়ে যাওয়া রুখতে উদ্যোগী হলুদ ট্যাক্সি ইউনিয়ন। সরকার নীল-সাদা ‘নো রিফিউজাল’ ট্যাক্সি নামানোর পর থেকেই হলুদ ট্যাক্সির যাত্রী প্রত্যাখ্যান আরও বেড়ে গিয়েছে। শহরের রাস্তায় ক্রমশ কমছে হলুদ ট্যাক্সি। শহর দাপিয়ে বেড়াচ্ছে ওলা, উবেরর মত ক্যাব সংস্থাগুলি। যাত্রীদের সাথে দুর্ব্যবহার, যাত্রী প্রত্যাখ্যান, ইচ্ছেমত ভাড়া চাওয়া- এই সব কারনে হলুদ ট্যাক্সি ছেড়ে মানুষ ঝুঁকছে এসি ক্যাবের দিকে। পেশাদারিত্ব ও প্রায় একই ভাড়ায় এসি ট্যাক্সি - সব মিলিয়ে বেশ ভালোই।



অনেক মানুষই চান শহর থেকে উঠে যাক হলুদ ট্যাক্সি। কিন্তু সেটা কি আদৌ লাভজনক হবে? সমস্ত মানুষ স্মার্টফোন ব্যবহার করে না, কিভাবে তারা এসি ক্যাব বুক করবে। হলুদ ট্যাক্সির ড্রাইভারদের ব্যবহার ঠিক হোক ও যাত্রী প্রত্যাখ্যান বন্ধ করুক।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url