লোসার - তিব্বতিদের নববর্ষ

তিব্বতিদের নববর্ষ অনুষ্ঠানের আনুষ্ঠানিক নাম হল লোসার৷ সচরাচর এই অনুষ্ঠান মূলত ধর্মীয় এবং সেইসঙ্গে অনেকটাই পারিবারিক৷ নতুন বছরকে বিশেষ প্রথাগত সঙ্গীত, গং-এর শব্দ ইত্যাদি দিয়ে বরণ করার পাশাপাশি, এই অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় কিছু আচার আচরণ পালন করে থাকে তিব্বতিরা৷ হিমালয়ের ওপরের দিকে বিস্তীর্ণ এলাকা জুড়ে তিব্বতি ধর্মী এই নববর্ষ পালন করে ৷



লাল বৌদ্ধদের পোষাক পরিহিত তিব্বতিদের এক বিশাল জমায়েত দেখা গেছে প্রখ্যাত এবং প্রাচীন মনস্টারিতে৷ গানসু আর সিচুয়ান প্রদেশের লাংগমু শহরের এই মনস্টারিতে লোসার উপলক্ষ্যে জমায়েত হয়েছেন কয়েকশো বৌদ্ধ সন্ন্যাসী এবং সাধারণ তিব্বতি৷ প্রতি মিনিটে দুইবার করে তিব্বতিদের বিশাল গং এর শব্দ বাতাসে মিশছে সেখানে৷


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url