বড়বাজার

মহারানী’র এই কলকাতা শহরে কয়েকখানি পাইকারি বাজার আছে বিভিন্ন জায়গায়। এদের মধ্যে সর্ববৃহৎ পাইকারি বাজারটির নাম বড়বাজার। এছাড়া আছে শেয়ালদা’র “কোলে মার্কেট”। নতুন বাজারে “আখের পট্টি” ইত্যাদি ইত্যাদি। তা এই বড়বাজারে, আরশোলা থেকে হাতি, সব কিছুই নাকি পাইকারি রেটে পাওয়া যায়। এর মধ্যেই আছে ফলপট্টি। যেখানে সারা পূর্বাঞ্চলের জন্য ফল এসে জমা হয়, আর তারপর সেখান থেকে নীলাম হয়ে ছড়িয়ে যায় আমাদের সারা পূর্ব-ভারতে। আনারস, কমলালেবু, তরমুজ, কলা এমন কিছু ফল লরী বোঝাই করে আসে। হাওড়া ব্রিজের কলকাতা পাড়ের ঠিক বাঁ কোল ঘেঁসে নন্ বেংগলি, মুলত ভোজপুরি বাসিন্দা বহুল বড়বাজার এলাকা।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url