বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব
উত্তর কলকাতার বাগবাজার সার্বজনীনের দুর্গা প্রতিমা একেবারেই সাবেকি। একচালায় ডাকের সাজে মায়ের অপরূপ প্রতিমা এখানে দেখতে পাবেন। বাগবাজারে দুর্গাপূজা সার্বজনীন অভিহিত হয় ১৯২৬ সালে। এই পূজা আগে ছিল বারোয়ারি। এই পূজার উদ্যোক্তা ছিলেন—রামকালী মুখার্জি, দীনেন চ্যাটার্জি, নীলমণি ঘোষ, বটুকবিহারী চ্যাটার্জি প্রমুখ। সঠিক অর্থে এই পূজাই কলকাতা তথা তত্কালীন ভারতবর্ষের প্রথম সার্বজনীন দুর্গাপূজা।