সন্তোষ মিত্র স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব

সন্তোষ মিত্র স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব সেই ১৯৩৬ সালে শিয়ালদহ অঞ্চলের সার্পেন্টাইন লেনে চ্যাটার্জীদের একচিলতে জমিতে জন্ম। সার্পেন্টাইন লেনের একচিলতে জমিতে জায়গা না হওয়াতে স্বাধীনতার সমসাময়িক কালে এই পূজা উঠে আসে অতীতের সেণ্ট জেমস্ স্কোয়ার অধূনা সন্তোষ মিত্র স্কোয়ারে অর্থাৎ লেবুতলা পার্কে। এই পুজোও বিবর্তনের হাত থেকে বাদ যায়নি। রমেশ পাল হিমালয়-কন্যা রূপে মা দুর্গাকে তৈরী করে সারা ভারতে আলোড়ন সৃষ্টি করেছিলেন।



১৯৯৫ সালে মণ্ডপ ছিল লোটাস টেম্পল-এর আদলে। ১৯৯৬ সালে নেতাজী সুভাষ চন্দ্র বোসের জন্ম শতবর্ষে নেতাজীকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে ইতিহাস ঘেটে তাঁর ব্যবহৃত কামাতামারু জাহাজের আদলে পূজা মণ্ডপ তৈরী করে বিশ্বের মণ্ডপ সজ্জার ইতিহাসে শুরু হল আলোড়ন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url