বিপাশা বসু

বিপাশা বসু জিসম, কর্পোরেট ও নো এন্ট্রি সিনেমার জন্য পরিচিত। ২০০৩ সালে মুক্তি পেয়েছিল জিসম৷ সেই সময় ছবিতে দুই তারকার সাহসী অভিনয়ে নাড়া খেয়েছিল গোটা বলিউড৷ পরকীয়া প্রেমের এক গল্পের জুটি ছিলেন জন আব্রাহাম এবং বিপাশা বসু৷ জন এবং বিপাশা অভিনীত জিসম বেশ ব্যবসা সফল হয়৷ বলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী বিপাশা বসু অনেক আগে থেকেই ফিটনেসের বিষয়ে বেশ সতর্ক। এর আগে একাধিক ফিটনেস বিষয়ক ডিভিডিও বের করেছেন তিনি, এমনকি ইয়োগার জন্য নিজস্ব একটি জিমও খুলেছেন বিপাশা বসু। সম্প্রতি বিপাশা বসু এই ফিটনেস বিষয়ক নতুন আরও একটি ডিভিডি প্রকাশ করে পুনরায় আলোচনা আসেন। এই ডিভিডির পর আরও একটি কথার কারণে ব্যাপক হারে আলোচিত হন বিপাশা।



আর তা হলো ব্র্যাড পিট। সম্প্রতি এক অনুষ্ঠানে বিপাশা জানান, ব্র্যাড পিটের মতো স্মার্ট, হ্যান্ডসাম এবং পারফেক্ট কোনো পুরুষ পেলে জীবনসঙ্গী করতে এক মুহূর্তও দেরি করবেন না তিনি। উল্লেখ্য, জন আব্রাহামের সঙ্গে বিপাশার ছাড়াছাড়ির বয়স প্রায় দেড় বছর হলো। এরপর থেকেই বিপাশা একা আছেন। তবে মাঝে কয়েকজনের সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জন উঠলেও আদতে কোনোটাই সত্য ছিল না বলে জানান বিপাশা। আর এসব জানাতে গিয়েই বিপাশা ব্র্যাড পিটের মতো সুদর্শন পুরুষ চাওয়ার কথা জানান। বিপাশা আরও জানান, খুব আকর্ষণীয় না হলেও চলবে, তবে আত্মবিশ্বাসী হতে হবে। ভালোবাসতে জানতে হবে। বিয়ের মণ্ডপে ওয়াদা করে পরে ভুলবে না এমন একজন। ব্র্যাড পিটের মতো হলেই হবে।'



Kalyan Panja is a photographer and a travel writer sharing stories and experiences through photographs and words
NextGen Digital... Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...