পুতুল নাচের ইতিহাস
বাংলা লোকনাট্যের হাজার বছরের ঐতিহ্যমণ্ডিত পুতুল নাচ আজ বিলুপ্তির পথে। গ্রামবাংলার অন্যতম বিনোদন আকর্ষণ হচ্ছে পুতুল নাচ। শুধু বাংলাদেশেই নয় সারাবিশ্বেই পুতুল নাচ লোকনাট্যের একটি প্রাচীন মাধ্যম। পৃষ্ঠপোষকতার অভাবে দেশে লোক সংস্কৃতির অন্যতম ধারক এই পুতুল নাচ এখন চোখেই পড়ে না। অথচ এক সময় এই পুতুল নাচই দেশের বিভিন্ন গ্রামীণ মেলার প্রধান আকর্ষণ ছিল। এ নাচ সব বয়সের মানুষের কাছে প্রিয়। তবে শিশুরা পুতুল নাচে বেশি আগ্রহ দেখায়।
কিন্তু কালের বিবর্তনে এই আয়োজন আর চোখে পড়েনা। চোখে পড়েনা ঢাক ঢোল বাজিয়ে, মাইকে আওয়াজ করে এ আয়োজনের।
কিন্তু কালের বিবর্তনে এই আয়োজন আর চোখে পড়েনা। চোখে পড়েনা ঢাক ঢোল বাজিয়ে, মাইকে আওয়াজ করে এ আয়োজনের।