টেলিফোনের ইতিহাস
মোবাইলের ব্যাবহারে টেলিফোন চাহিদা কমে গেলেও এর গুরুত্ব অনেক। আলেকজেনডার গ্রাহাম বেল ১৮৭০ সালে টেলিফোন আবিষ্কার করেন। এটি আবিষ্কারের পিছনে ছিলেন অ্যান্টনি মিউকি, ফিলিপ রিস, ইলিশা গ্রে এবং আলেকজান্ডার গ্রাহাম বেল। কিন্তু ১০ মার্চ ১৮৭৬ সফলভাবে টেলিফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল। আর টেলিফোনের ব্যাবহারে প্রথম বাক্য ছিল “এখানে আসো, তোমাকে আমার প্রয়োজন”।
বিংশ শতাব্দীর গোড়ার দিকে যখন ইউরোপ এবং আমেরিকাতে চলছিলো 'টেলিফোন ক্রেজ', তখন সেই সব অঞ্চলের শহরগুলোর অবস্থা দেখতে ছিলো সংযুক্ত ছবিগুলোর মতো। এখনকার মতো মাটির নিচ দিয়ে কেবল না টেনে টাওয়ার হতে তার দিয়ে টেনে বাসাবাড়িতে ফোন সংযোগ দেয়া হতো। কোনো কোনো টাওয়ার হতে সর্বোচ্চ ৫০০০ কেবলও টেনে বের করা হতো বাসাবাড়িতে টেলিফোন সংযোগ দেয়ার জন্যে।
ফলে এই সব শহরে তখন ছিলো কবুতর এবং কাকদের জন্যে মিটিং করার পর্যাপ্ত জায়গা। আর একবার শহরে ঝড় উঠলে কোনো কথা নেই।
বিংশ শতাব্দীর গোড়ার দিকে যখন ইউরোপ এবং আমেরিকাতে চলছিলো 'টেলিফোন ক্রেজ', তখন সেই সব অঞ্চলের শহরগুলোর অবস্থা দেখতে ছিলো সংযুক্ত ছবিগুলোর মতো। এখনকার মতো মাটির নিচ দিয়ে কেবল না টেনে টাওয়ার হতে তার দিয়ে টেনে বাসাবাড়িতে ফোন সংযোগ দেয়া হতো। কোনো কোনো টাওয়ার হতে সর্বোচ্চ ৫০০০ কেবলও টেনে বের করা হতো বাসাবাড়িতে টেলিফোন সংযোগ দেয়ার জন্যে।
ফলে এই সব শহরে তখন ছিলো কবুতর এবং কাকদের জন্যে মিটিং করার পর্যাপ্ত জায়গা। আর একবার শহরে ঝড় উঠলে কোনো কথা নেই।