বাংলা সার্কাস
আজকাল সার্কাসের সেই রমরমা নেই। শহরে তো বটেই, গ্রামেগঞ্জেও তুমুল জনপ্রিয় ছিলো সার্কাস। বিনোদন হিসেবে সার্কাস আজও গ্রামীণ জীবনের অনেকখানি জুড়ে আছে। শীতের কলকাতার সঙ্গে সার্কাসের সম্পর্ক অনেক পুরনো। পরিযায়ী পাখির মতোই প্রতিবছর শীতে সার্কাসের আসর বসত পার্ক সার্কাসে। সেখানে খেলা দেখাতেন দেশ বিদেশের কলাকুশলীরা। বাঘ সিংহ নিয়ে খেলা দেখানোয় নিষেধাজ্ঞা জারি হয়েছে অনেক দিন। তাই বেড়েছে জিমন্যাস্টিকের মতো শারীরিক কসরতের খেলা।
কথোপকথনে যোগ দিন