নাইট ক্রিম বানানোর টিপস
বহুপ্রতীক্ষিত নাইট ক্রিম বানানোর টিপস
প্রথমেই উপকরণ গুলো দেখে নিই
১। আমন্ড অয়েল (১/৪ কাপ)
২। একটি আপেল (খোসা সহ)
৩। এলোভেরা জেল (এলভেরা থেকে সহজেই নেয়া যায়) ২ চা চামচ
৪। গোলাপ জল (১/৪ কাপ)
৫। লেবুর/কমলার রস (২ চা চামচ)
৬। চন্দন গুড়ো (২ চা চামচ) (আড়ং এর চন্দনগুঁড়া ব্যাবহার করতে পারেন)
বিচি ফেলে খোসা সহ আপেল ব্লেন্ড করে নিন। বাটিতে নিয়ে লেবু/ কমলার রস বাদে সব উপকরন মিক্স করে নিন চামচ দিয়ে।একটা পাত্রে পানি গরম করুন। পানি ফুটে উঠলে পানির ওপরে আরেকটি পাত্রে এই মিশ্রণটি রেখে গরম করুন। অনেকটা চকলেট যেভাবে গলান, সেভাবে।
মিশ্রণটি ভাল মতন গরম হবে, তবে খেয়াল রাখবেন একেবারে উত্তপ্ত যেন না হয়েযায়। মিশ্রণটা বেশ ঘন হয়ে আসবে।তখন নামিয়ে ফেলে ভালো ভাবে নেড়ে ঠাণ্ডা করুন। এখন রেখে দেয়া লেবুর/কমলার রস চামচ দিয়ে মিশ্রণটির সাথে মিশিয়ে নিন ভাল ভাবে।
কৌটায় ভরে ফ্রিজে রেখে ব্যবহার করুন। হয়ে গেল সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে আপনার নিজের হাতে তৈরী নাইট ক্রিম। ২ সপ্তাহ ব্যাবহারে অনেক ভাল রেজাল্ট পাবেন। আমাদের ত্বক খুবই সেনসিটিভ। রাসায়নিক উপাদান ব্যবহার যত কম করা যায় ততই ত্বক ভালো থাকবে। নাইট ক্রিম সারা রাত ত্বকে দিয়ে রাখতে হয়, তাই সেটা প্রাকৃতিক হওয়াই ভালো।
এই ক্রিমটি হাত পায়েও ব্যবহার করা যাবে।
প্রথমেই উপকরণ গুলো দেখে নিই
১। আমন্ড অয়েল (১/৪ কাপ)
২। একটি আপেল (খোসা সহ)
৩। এলোভেরা জেল (এলভেরা থেকে সহজেই নেয়া যায়) ২ চা চামচ
৪। গোলাপ জল (১/৪ কাপ)
৫। লেবুর/কমলার রস (২ চা চামচ)
৬। চন্দন গুড়ো (২ চা চামচ) (আড়ং এর চন্দনগুঁড়া ব্যাবহার করতে পারেন)
বিচি ফেলে খোসা সহ আপেল ব্লেন্ড করে নিন। বাটিতে নিয়ে লেবু/ কমলার রস বাদে সব উপকরন মিক্স করে নিন চামচ দিয়ে।একটা পাত্রে পানি গরম করুন। পানি ফুটে উঠলে পানির ওপরে আরেকটি পাত্রে এই মিশ্রণটি রেখে গরম করুন। অনেকটা চকলেট যেভাবে গলান, সেভাবে।
মিশ্রণটি ভাল মতন গরম হবে, তবে খেয়াল রাখবেন একেবারে উত্তপ্ত যেন না হয়েযায়। মিশ্রণটা বেশ ঘন হয়ে আসবে।তখন নামিয়ে ফেলে ভালো ভাবে নেড়ে ঠাণ্ডা করুন। এখন রেখে দেয়া লেবুর/কমলার রস চামচ দিয়ে মিশ্রণটির সাথে মিশিয়ে নিন ভাল ভাবে।
কৌটায় ভরে ফ্রিজে রেখে ব্যবহার করুন। হয়ে গেল সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে আপনার নিজের হাতে তৈরী নাইট ক্রিম। ২ সপ্তাহ ব্যাবহারে অনেক ভাল রেজাল্ট পাবেন। আমাদের ত্বক খুবই সেনসিটিভ। রাসায়নিক উপাদান ব্যবহার যত কম করা যায় ততই ত্বক ভালো থাকবে। নাইট ক্রিম সারা রাত ত্বকে দিয়ে রাখতে হয়, তাই সেটা প্রাকৃতিক হওয়াই ভালো।
এই ক্রিমটি হাত পায়েও ব্যবহার করা যাবে।