মল্লিক ঘাট

মল্লিক ঘাট হাওড়া ব্রিজের নিচে এক ফুলের মার্কেট। খুব ভোরে মল্লিকঘাটে আপনি দেখতে পাবেন ফুলের বাজার। হুগলি নদীর পারে নামকরা ফুলসহ অনেক প্রজাতির ফুলই আপনি কিনতে পারবেন এখান থেকে, একদম টাটকা! মল্লিক ঘাট দর্শনের উপযুক্ত সময় হচ্ছে ভোরে। সে এক দেখার মতো দৃশ্য। তখন দেখা যাবে হুগলি নদীর শান্ত রূপ। একটা সন্ধ্যায় হুগলি নদীতে সূর্যাস্ত দেখলে পরবর্তী একশোটা সন্ধ্যার কথা মনে থাকবে আপনার। আমাদের প্রধান প্রধান উৎসবের দিনগুলোতে মানুষ এখানে আসছে, ঘুরছে। স্পিডবোট, ট্রলার অথবা খেয়ানৌকা নিয়ে হুগলির বুকে ভেসে বেড়াচ্ছে অনেকেই।



আর মল্লিক ঘাটে আরো দেখতে পাবেন হুগলি নদীর অববাহিকায় গড়ে ওঠা অতিসাধারণ এক জনগোষ্ঠীর জীবনযাপন, যারা শত প্রতিকূলতার মাঝেও আগলে ধরে আছে বছরের পর বছর।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url