আলপনা - ডিজাইন, ছবি, নকশা
রাত পোহালেই কোজাগরী লক্ষী পুজো । যা সকল হিন্দু সম্প্রদায় মহা ধুমধামে পালন করে থাকে । অনেক মুখো রুচক খাবারের আয়োজন ও করে । এর ভিতর সন্দেশ অন্যতম এবং সকলের কাছে পছন্দনীয় খাবার । লক্ষ্মীপুজোয় যে আল্পনা দেওয়া হয়, তাতে মায়ের পায়ের ছাপও আঁকা হয়। বিশ্বাস ওই পথেই মা ঢুকবেন গৃহস্থের ঘরে।
তিনি বিষ্ণুপ্রিয়া । তিনি শ্রী বিষ্ণুর সহধর্মিণী । তিনি সীতা, তিনি রাধা তথা রুক্মিণী । তিনি মহাপ্রভুর সহধর্মিণী লক্ষ্মীপ্রিয়া । শরত ঋতুতে আমরা যে দুর্গাদেবীর পূজো করি তিনিও মহালক্ষ্মী স্বরূপা । দেবী লক্ষ্মী মহামায়া আদিশক্তির এক অংশ । আসুন আমরা সকলে কোজাগরী পূর্ণিমার শুভ তিথিতে দেবী লক্ষ্মীর আরাধনায় ব্রতী হই ।
মূলত সাদা আলপনার চল থাকলেও এবার আপনার বাড়ির আলপনায় আনুন রং এর বৈচিত্র৷ আলপনা যত বেশি কালারফুল হবে তত বেশি লোকের চোখ টানবে৷এমন কোনও রং ব্যবহার করবেন না যা বেমান৷ উজ্জ্বল রং ব্যবহার করুন৷যাতে আলপনাও উজ্জ্বল দেখায়৷
এবার আপনার বাড়ির আলপনাতেও আনুন জ্যামিতিক প্যাটার্নের ছোঁয়া৷ এই ধরনের প্যাটার্ন দেখতে যেমন ভালো হয় তেমনি উচ্চ চিন্তাভাবনার পরিচয় দেয়৷ এত কষ্ট করে আঁকা আলপনা যদি একবার মোছাতেই উঠে যায় কি কষ্ট হয় তাই না? একদমই তাই৷ সেজন্য এবার আলপনা দিন ফেব্রিক দিয়ে৷ এতে আলপনা দীর্ঘস্থায়ী হয়৷
তিনি বিষ্ণুপ্রিয়া । তিনি শ্রী বিষ্ণুর সহধর্মিণী । তিনি সীতা, তিনি রাধা তথা রুক্মিণী । তিনি মহাপ্রভুর সহধর্মিণী লক্ষ্মীপ্রিয়া । শরত ঋতুতে আমরা যে দুর্গাদেবীর পূজো করি তিনিও মহালক্ষ্মী স্বরূপা । দেবী লক্ষ্মী মহামায়া আদিশক্তির এক অংশ । আসুন আমরা সকলে কোজাগরী পূর্ণিমার শুভ তিথিতে দেবী লক্ষ্মীর আরাধনায় ব্রতী হই ।
মূলত সাদা আলপনার চল থাকলেও এবার আপনার বাড়ির আলপনায় আনুন রং এর বৈচিত্র৷ আলপনা যত বেশি কালারফুল হবে তত বেশি লোকের চোখ টানবে৷এমন কোনও রং ব্যবহার করবেন না যা বেমান৷ উজ্জ্বল রং ব্যবহার করুন৷যাতে আলপনাও উজ্জ্বল দেখায়৷
এবার আপনার বাড়ির আলপনাতেও আনুন জ্যামিতিক প্যাটার্নের ছোঁয়া৷ এই ধরনের প্যাটার্ন দেখতে যেমন ভালো হয় তেমনি উচ্চ চিন্তাভাবনার পরিচয় দেয়৷ এত কষ্ট করে আঁকা আলপনা যদি একবার মোছাতেই উঠে যায় কি কষ্ট হয় তাই না? একদমই তাই৷ সেজন্য এবার আলপনা দিন ফেব্রিক দিয়ে৷ এতে আলপনা দীর্ঘস্থায়ী হয়৷