ফ্লোটেল

ফ্লোটেল অর্থাৎ কলকাতার ভাসমান হোটেলের এই বিশেষ রেস্তোরাঁটির কোনও তুলনা হয় না গরমকালে। ফুরফুরে গঙ্গার হাওয়ায় ভাসতে ভাসতে ভালমন্দ খাওয়া জমিদারি মেজাজ আসতে বাধ্য। মিলেনিয়াম পার্কের ঠিক পাশে এই হোটেল। ভারতে তো বটেই, গোটা এশিয়ায় জলে ভাসমান এ ধরনের দ্বিতীয় কোনও হোটেল আর নেই।

থার্টি ফার্স্ট নাইট ৷ যারা বছরের কোনওদিন পার্টি করেন না ৷ তারাও এদিন হয়তো ইন্টার্নেট বা কাগজ খুলে দেখছেন কোথায় কী হচ্ছে ৷ আগে কলকাতার কিছু নির্দিষ্ট জায়গায় বর্ষবরণের উৎসব হত ৷ পার্ক স্ট্রিটের পাব-ডিস্কো কিংবা কোনও অভিজাত ক্লাবের সদস্যরা নিজেদের মধ্যেই পার্টিতে মাততেন ৷ এখন কিন্তু ব্যাপারটা তা নয় ৷ ক্লাব, ডিস্কো-থেক গুলো ছাড়াও শহরের প্রায় সর্বত্র ব্যাঙ্কোয়েট হল, শপিং মল, অ্যামিউজমেন্ট পার্কগুলিও পার্টি আয়োজনে ফ্লোটেল- ডিজে দিয়া এবং লাইভ পারফরম্যান্সের সঙ্গে থাকছে সঙ্গীত অনুষ্ঠান ৷ সেইসঙ্গে আনলিমিটেড স্কচ, ওয়াইন, স্ন্যাকস এবং বাফেট ডিনার তো আছেই ৷


Kalyan Panja is a photographer and a travel writer sharing stories and experiences through photographs and words
NextGen Digital... Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...