সিদুঁর খেলা রাঙিয়ে উমা বিদায়
উৎসবের শেষে বিষাদের সুর। আজ বিজয়া দশমী। ঘরের উমার এ বার বাপের ঘর থেকে বিদায় নেওয়ার পালা।মনের কোণে বিষাদ। ফের এক বছরের অপেক্ষা।সকাল থেকেই বিভিন্ন বাড়িতে এবং মণ্ডপে মণ্ডপে চলছে সিঁদুর খেলা। মঙ্গল কামনা করে একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দিচ্ছেন মহিলারা। দেশের বাইরেও প্রবাসী বাঙালিরা মেতে উঠেছেন সিঁদুর খেলায়।
জমজমাট খাওয়াদাওয়া, দেদার আড্ডা সঙ্গে প্যান্ডেল হপিং। কদিন এটাই ছিল রুটিন। উৎসবের আনন্দ পূর্ণতা পেল সিদুঁর খেলায়।
জমজমাট খাওয়াদাওয়া, দেদার আড্ডা সঙ্গে প্যান্ডেল হপিং। কদিন এটাই ছিল রুটিন। উৎসবের আনন্দ পূর্ণতা পেল সিদুঁর খেলায়।