রাধাষ্টমী
রাধাষ্টমী একটি বিশেষ দিন কারণ রাধারাণী হচ্ছেন কৃষ্ণের অনান্দদায়িনী বা হ্লাদিনী শক্তি। কৃষ্ণ ছিলেন এক, কিন্তু তিনি দুইজনে পরিণত হলেন রাধা ও কৃষ্ণ রূপে। তাই রাধারাণী একজন নারী নন, তিনি ভগবানের আনন্দদায়িনী শক্তি। যদিও কোন বৈষ্ণব পুরাণাদিতে শ্রীমতী রাধিকার উল্লেখ তেমনভাবে মেলে না, শ্রীমদ্ভাগবতপুরাণেও রাধারাণী অনুপস্থিত।
প্রপঞ্চ লীলায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা স্বরূপশক্তি গোলোকেশ্বরী রাধারাণী ভাদ্র মাসে শুক্লা অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে সোমবারে মধ্যাহ্ন কালে ব্রজমণ্ডলে শ্রীগোকুলের অনতিদূরে রাভেল নামক গ্রামে শ্রীবৃষভানু রাজা ও কীর্তিদা মায়ের ভবনে সকলের হৃদয়ে আনন্দ দান করে আবির্ভূত হন।
প্রপঞ্চ লীলায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা স্বরূপশক্তি গোলোকেশ্বরী রাধারাণী ভাদ্র মাসে শুক্লা অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে সোমবারে মধ্যাহ্ন কালে ব্রজমণ্ডলে শ্রীগোকুলের অনতিদূরে রাভেল নামক গ্রামে শ্রীবৃষভানু রাজা ও কীর্তিদা মায়ের ভবনে সকলের হৃদয়ে আনন্দ দান করে আবির্ভূত হন।