শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা ছবি, ইতিহাস, পূর্ণিমা

ঝুলন যাত্রা মানেই হচ্ছে শ্রীমতি রাধারাণী কিন্তু বিশেষ করে বাংলাতে অধিকাংশ গৃহস্থগণ গোপালকে দিয়ে এটি উদযাপন করে থাকে। অনেক গৃহেই তারা এভাবে পালন করে। ভারতের বিভিন্ন মন্দিরে তারা এই ঝুলনযাত্রার উদযাপন করে। এমনকি তিরুপতিতে তারা বালাজীকে দুলিয়ে থাকে।

কিন্তু এই বিশেষ দিনগুলি হচ্ছে রাধারাণী এবং কৃষ্ণের জন্য। কৃষ্ণ অধিক সন্তুষ্ট হন যখন আপনারা রাধারাণীর সাথে তাঁকে দোলান। তাই আমাদের উচিত এই সুযোগটি গ্রহণ করা, এই সময়টিতে রাধা ও কৃষ্ণের ঝুলন যাত্রা উদযাপন করা। কিন্তু যদি কোন নামহট্টে শুধুমাত্র গোপাল বিগ্রহ থেকে থাকে তাহলে তারা গোপালকে দুলিয়ে থাকে। কিন্তু যেখানে আমাদের রাধা ও কৃষ্ণ রয়েছে, আমরা সর্বদাই রাধা ও কৃষ্ণের ঝুলনযাত্রা উদযাপন করে থাকি।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url