নিউ মার্কেট

১৮৫০ সালে বা তার আগে থেকে এই অঞ্চলে একটি স্থানীয় হাট বসত। ১৮৭১ সাল নাগাদ লিন্ডসে স্ট্রীটে ছিল ফেনউইক মার্কেট। ইংরেজ সৈন্যদের প্রয়োজনে ১৮৭১ সালে এখানে একটি স্থায়ী বাজার বসানোর পরিকল্পনা নেওয়া হয়, যেখানে সব ধরনের সামগ্রী একটি বাজারেই পাওয়া যাবে। সেই বাজার ভেঙে রিচার্ড রস্কেল বাইন সাহেবের তত্বাবধানে ম্যাকিনটস বার্ন কোম্পানী তৈরী করল নতুন এক বাজার, নিউ মার্কেট।

১৮৭৪ সালের ১লা জানুয়ারী কলিকাতায় সর্ব প্রথম বিশাল আকারের বাজারের উদ্বোধন করা হয়। তারও প্রায় ২৮ বছর বাদে কলকাতা কর্পোরেশানের চেয়ারম্যান স্যার স্টুয়ার্ট হগ’র নামে এর নাম বদলে হল স্যার স্টুয়ার্ট হগ মার্কেট । এটি ছিল সেই সময় সমগ্র ভারতের সব থেকে বড় বাজার। শোনা যায় ভিন্ন রাজ্য থেকে এই বাজারটি দেখতে অনেক মানুষ এর সমাগম হত। সেই সময় মার্কেট টি কে হগ সাহেবের বাজার, বা নিউ মার্কেট বলা হত।



পরবর্তী কালে স্থানীয় মানুষদের মুখে এটি হগ সাহেবের বাজার বলে সমধিক পরিচিতি লাভ করেছিল। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় থেকে নাম ক্রমশঃ পরিবর্তিত হয়ে নিউ মার্কেট হয়ে যায়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url